ফিজিওথেরাপি

ফিজিওথেরাপির নিয়মাবলী

ফিজিওথেরাপি

বিশেষ শিশুদের অনেকের ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।যেকোনো সুস্থ বাচ্চা সরাসরি হাঁটতে শিখে না। বসা- হামাগুড়ি-দাড়ানো-তারপর-হাঁটাহাঁটি।কিন্তু বিশেষ শিশুদের অনেকের ক্ষেত্রে এই ধাপগুলো দেরিতে হয়ে থাকে যা ফিজিওথেরাপির বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে থেরাপিস্টরা শিখায়ে থাকেন ।জন্মগতভাবে যেসব শিশু প্যারালাইসিস বা সেরিব্রাল পালসি ও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত, তাদের ফিজিওথেরাপি দিতে হয়। এ ছাড়া শিশুদের ঘাড়, হাত, পা বেঁকে যাওয়া ঠিক করতেও এই চিকিৎসার বিকল্প নেই। কিডি রকসে নিয়মিতভাবে সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্টরা প্রাইভেট প্রাকটিস করে থাকেন।