স্পেশাল নীডস স্কুলিং
কেন কিডি রকস এ আসবেন?
আমাদের মূলমন্ত্র হচ্ছে:- “ বিশেষ শিশুর সমন্বিত বিকাশ” । আমরা ১টি সমন্বিত ব্যবস্থায় বিশেষ শিশুদের বিকাশে সাহায্য করে থাকি । এই সমন্বিত ব্যবস্থায় কিডি রকস এর প্রতিটি ভর্তিকৃত শিশুর জন্য ১টি অভিজ্ঞ টীম একসাথে কাজ করে থাকে। এই টীমে থাকেন স্পেশাল এডুকেশন এ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, বিশেষজ্ঞ থেরাপিস্ট, বিশেষজ্ঞ শিশু চিকিৎসক, মনোবিজ্ঞানী এবং অভিভাবক। এখানে ১টি শিশুকে সার্বিক ভাবে পর্যালোচনা করে তার বিকাশের অন্তরায় গুলো চিহ্নিত করা হয় এবং প্রয়োজনীয় ইন্টারভেনশনগুলো নিশ্চিত করা হয় । আমরা বিশ্বাস করি প্রতিটি বিশেষ ভাবে সক্ষম শিশুর প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করলে শিশুটি একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম | ধৈর্য এবং আন্তরিকতা দিয়ে শিশুর সাথে কাজ করে গেলে প্রতিটি বিশেষ শিশুকে নিজ পরিবার এবং দেশের সম্পদে পরিণত করা সম্ভব।
আমাদের লক্ষ্য
- ৪ থেকে ১১ বছর বয়সী বিশেষভাবে সক্ষম শিশুদের শারীরিক , মানসিক ও আচরণগত উন্নয়নের জন্য উপযুক্ত শিক্ষা কার্যক্রম এবং প্রয়োজনীয় থেরাপিউটিক সেবা প্রদান।
- সমবয়সী অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষাগত চাহিদার সমান অধিকার নিশ্চিত করা।
আমাদের উদ্দেশ্য
- বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য সমন্বিত শিক্ষা কার্যক্রম ও প্রি স্কুলিং সেবা প্রদান করা।
- বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য উপযুক্ত এবং প্রয়োজনীয় থেরাপি প্রদান করা।
- বিশেষ ভাবে সক্ষম শিশুদেরকে প্রি প্রাইমারি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষার জন্য মূল ধারার স্কুলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য প্রস্তুতি প্রদান করা।
- বিশেষ ভাবে সক্ষম শিশুদের অভিভাবকবৃন্দকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
- (ইসিডিপি) এর উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো এবং কার্যক্রমে তাদের শিশুদের অংশগ্রহণে উৎসাহ প্রদান করা।
- জনসাধারণের জন্য বিভিন্ন সামাজিক মিডিয়াতে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ, ভিডিও ও পোস্টারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
- বিশেষ ভাবে সক্ষম শিশুদের এক্সট্রা কারিকুলার একটিভিটিস যেমন- আর্ট এন্ড ক্রাফট, গান, নাচ, কারাতে, খেলাধুলা ইত্যাদিতে পারদর্শী করে গড়ে তোলা।
- বিশেষভাবে সক্ষম শিশুদের উপযুক্ত শিক্ষা ও সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে সুস্থ সামাজিক পরিবেশে জীবনযাপন , অন্যান্য মানুষদের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা।
- বিশেষ শিক্ষার শিক্ষকদের জন্য একটি উপযুক্ত শিক্ষাকেন্দ্র ও সম্পদশালী প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা।