সেন্সরি ইনটিগ্রেশন থেরাপি
সেন্সরি ইনটিগ্রেশন থেরাপির নিয়মাবলী
সেন্সরি ইনটিগ্রেশন থেরাপি
বিশেষ শিশুদের সেন্সগুলো ( স্বাদ, গন্ধ, স্পর্শ, শোনা, ব্যালেন্সিং এবং দেখা ) সচরাচর খুবই সংবেদনশীল হয়। খুব অল্পতেই এই সেন্সগুলো আপসেট হয়ে যাওয়াতে ওদের এই সেন্সগুলো প্রসেস করতে সমস্যা হয় এবং তখন রিঅ্যাকশন দেখাতে শুরু করে, অস্থির হয়ে যায়, মনের ভাব প্রকাশ না করতে পারায় কান্নাকাটি করে, ভাইয়োলেন্ট হয়ে নিজেকে অথবা অন্যকে আঘাত করে। অভিভাবকরা এবং স্পেশাল শিক্ষকরা অনেকেই ধরতে পারেননা যে, কেন হঠাৎ ওই বিশেষ শিশুর সমস্যা হচ্ছে এবং ঠিক কোন সেন্সটি প্রসেস করতে সমস্যা হচ্ছে , এবং কিভাবে ওই শিশুটিকে সাহায্য করা যায়। অকুপেশনাল থেরাপিস্ট ও সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিস্টরা তাদের থেরাপি সেশনগুলোর বড় ১টি অংশ জুড়ে এই সেন্সগুলির সমন্বয় ঘটানোর চেষ্টা করে থাকেন।