স্পীচ থেরাপি
স্পীচ থেরাপির নিয়মাবলী
স্পীচ থেরাপি
অনেক শিশুর কথা দেরিতে ফুটে, মাত্র ১- ২ টি শব্দ উচ্চারণ করে থাকে, শ্রবণ জনিত সমস্যা থাকে, কথায় জড়তা অথবা উচ্চারণজনিত সমস্যা থাকে, তোতলামি থাকে, এমনকি মুখের বা জিহবার নড়াচড়া জনিত সমস্যার কারণে খাবার চিবিয়ে খেতে এবং ঢোক গিলতে সমস্যা হয়, এইসব শিশুদের স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি দিলে তাদের সমস্যা গুলো কিছুটা কাটিয়ে উঠতে পারে। কমিউনিকেশন ডিসঅর্ডার যুক্ত বাচ্চাদের ক্ষেত্রে (অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, এ ডি এইচ ডি, হিয়ারিং ইমপায়ার্ড, ডিস্লেক্সিয়া, ভয়েস ডিসর্ডার, সিলেক্টিভ মিউটিজম, ঠোঁট কাটা তালু কাটা ইত্যাদি) নিয়মিত সাপ্তাহিক লেসন এবং হোম টিউটোরিং এর মাধ্যমে এই সমস্যাগুলো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
কিডি রকসর ভর্তিকৃত শিশুরা ক্লাসটাইমের মধ্যে নিয়মিতভাবে মাসিক ২টি স্পিচ থেরাপি পেয়ে থাকে এবং থেরাপিস্ট এর নির্দেশ মতো ক্লাসে শিক্ষকরা কিছু কাজ করিয়ে থাকেন। এই সেশনগুলোতে অভিভাবকরা উপস্থিত থেকে থেরাপিস্ট এর কাছ থেকে হোম সাজেশন নিতে পারেন।
মাসিক ২টি নির্ধারিত সেশনের বাইরে , যে কোনো অভিভাবক অতিরিক্ত প্রাইভেট সেশন নিতে পারেন। কিডি রকসে একাধিক সার্টিফাইড স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টরা প্রাইভেট প্রাকটিস করে থাকেন এবং যে কোনো অভিভাবক নিজ সুবিধাজনক সময়ে
( অনলাইন বুকিং এর মাধ্যমে ) পছন্দের থেরাপিস্ট সিলেক্ট করে নিতে পারেন ।