প্রতিষ্ঠাতার বার্তা

কিডি রকস এর প্রতিষ্ঠাতা মহোদয়

শিক্ষার জ্ঞান মানুষের মনের প্রসারণ, জীবন ও পৃথিবী সম্বন্ধে নতুন চিন্তার উদ্ভাবন ঘটায়। আর শিক্ষা জাতির মেরুদন্ড হয়ে দাড়ায় তখনই, যখন একটি জাতি মানবীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে শিক্ষাবান্ধব স্থিতিশীল সমাজ ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত থেকে উন্নতর ভবিষ্যৎ নির্মাণে চেষ্টিত হয়। আর এ জন্য প্রয়োজন সুশিক্ষা। জ্ঞান অর্জনের সুশিক্ষার কোন বিকল্প নেই। আমাদের উচিত সুশিক্ষার মধ্যমে নীতিনৈতিকতা ও বিচার বুদ্ধিবোধকে জাগ্রত করে দেশাত্নবোধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সঠিকভাবে কর্মকে নিয়ন্ত্রিত করা।

no-photo1