ভর্তির নীতিমালা

কিডি রকসে ভর্তির নিয়মাবলী

admission-process

কিডি রকস স্পেশাল স্কুলে শুধুমাত্র ৪ থেকে ১১ বছর বয়সী বিশেষভাবে সক্ষম শিশুদের ভর্তি নেয়া হয়। এখানে ভর্তির জন্য শিশুদের কোনো ভর্তি পরীক্ষা দিতে হয়না , কিন্তু শিশুদের ভর্তির পূর্বে ১টি ফ্রি স্ক্রীনিং করা হয়ে থাকে। স্ক্রীনিং এর পরে সিট্ খালি থাকা সাপেক্ষে, শিশুর সমস্যা এবং বয়সের তারতম্যের ভিত্তিতে তাদের শিফট ( মর্নিং / ডে / ইভনিং ) এবং ক্লাস ও শাখা নির্ধারণ হয়ে থাকে। শিশুকে ভর্তি করতে ইচ্ছুক অভিভাবকদের অফিস থেকে এডমিশন ফর্ম নিয়ে সেটা পূরণ করে দিতে হয় এবং চেকলিস্ট অনুসারে বাকি তথ্যফরম পূরণ করতে হয়।

ভর্তির ফর্ম জমা দেয়ার নিয়মাবলী

কিডি রক্স স্কুলে ভর্তির জন্য এডমিশন ফর্ম এর সাথে নিম্নোক্ত ডকুমেন্ট প্রদান করতে হয় –

  • শিশুর সাম্প্রতিক সময়ের ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • শিশুর জন্ম নিবন্ধিকরণ সার্টিফিকেট ( ফটোকপি ) ।
  • শিশুর টিকাদান কার্ড ( ফটোকপি )।
  • পূর্বের স্কুলের টেস্টিমোনিয়াল/ প্রগ্রেস রিপোর্ট ( যদি থাকে ) ।
  • ডেভেলপমেন্ট এসেমেন্ট রিপোর্ট / মেডিকেল অথবা সাইকোলজিকাল রিপোর্ট ( যদি থাকে )
  • বাবা, মা এবং ২ জন মনোনীত গার্ডিয়ান যারা স্কুল থেকে স্টুডেন্টকে নিতে অথবা দিতে আসবেন – তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজ ছবি।
  • বাবা – মা ছাড়া অন্য কেউ শিশুর লিগ্যাল গার্ডিয়ান হলে সেক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ানশিপের সার্টিফিকেট এর ফটোকপি জমা দিতে হবে ।
    সোশ্যাল মিডিয়াতে ছবি প্রকাশে অনাপত্তিপত্র ।