থেরাপি সার্ভিসেস
থেরাপি সার্ভিসের নিয়মাবলী
আপনি যদি আমাদের যেকোনো থেরাপি সার্ভিসের জন্য এপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে সেশন বুকিং দিতে হবে।
উক্ত সার্ভিসের জন্য ফী মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সিডিউলটি কনফার্ম করতে হবে। আপনি একটি কনফারমেশন মেসেজ পাবেন।
- কোনো কারণে কন্ফার্মড সেশন ক্যানসেল করতে হলে , কিডি রকস এর অফিস নাম্বারে ফোন করে সেশনের অন্তত ৪৮ ঘন্টা আগে জানাতে হবে। ৪৮ ঘন্টার ভিতরে ক্যানসেল এর ক্ষেত্রে টাকা ফেরত দেয়া হবে না। ইমার্জেন্সি কোনো কারণে থেরাপি সেশন ক্যানসেল করলে , প্রমাণাদি সহ এপ্লিকেশন করলে ফী ফেরত দেয়া হবে।
- যদি আপনি অন্য কোনো সার্ভিস / স্কুল এ ভর্তির ব্যাপারে কথা বলার প্রয়োজন হয় তাহলে অফিস নম্বর এ ফোন দিয়ে ফ্রি এপয়েন্টমেন্ট নিতে হবে।
কিডি রক্স এ বিশেষ শিশুদের জন্য নিচের থেরাপিগুলো দেয়ার সুব্যবস্থা আছে।
অকুপেশন থেরাপি
যে সমস্ত শিশু এএসডি, এডিএইচডি, এডিডি, আই ডি (বুদ্ধি প্রতিবন্ধিতা), ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি ইত্যাদি সমস্যায় আক্রান্ত থাকে তাদের শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে এবং শিশুরা দৈনন্দিন কাজগুলো নিজে করতে পারেনা । অকুপেশনাল থেরাপি এই সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে দূর করে বা কমিয়ে এনে শিশুকে তার দৈনন্দিন কাজে যথাসম্ভব স্বনির্ভর ও সক্ষম করে তোলে। কিডি রকসর ভর্তিকৃত শিশুরা ক্লাসটাইমের মধ্যে নিয়মিতভাবে মাসিক ২টি অকুপেশনাল থেরাপি পেয়ে থাকে এবং থেরাপিস্ট এর নির্দেশ মতো ক্লাসে শিক্ষকরা কিছু কাজ করিয়ে থাকেন। এই সেশনগুলোতে অভিভাবকরা উপস্থিত থেকে স্কুল থেরাপিস্ট এর কাছ থেকে হোম সাজেশন নিতে পারেন। মাসিক ২টি স্কুল -নির্ধারিত সেশনের বাইরে, যে কোনো অভিভাবক অতিরিক্ত প্রাইভেট সেশন নিতে পারেন। কিডি রকসে নিয়মিতভাবে একাধিক সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্টরা প্রাইভেট প্রাকটিস করে থাকেন এবং যে কোনো অভিভাবক নিজ সুবিধাজনক সময়ে ( অনলাইন বুকিং এর মাধ্যমে ) পছন্দের থেরাপিস্ট সিলেক্ট করে নিতে পারেন ।
স্পীচ থেরাপি
অনেক শিশুর কথা দেরিতে ফুটে, মাত্র ১- ২ টি শব্দ উচ্চারণ করে থাকে, শ্রবণ জনিত সমস্যা থাকে, কথায় জড়তা অথবা উচ্চারণজনিত সমস্যা থাকে, তোতলামি থাকে, এমনকি মুখের বা জিহবার নড়াচড়া জনিত সমস্যার কারণে খাবার চিবিয়ে খেতে এবং ঢোক গিলতে সমস্যা হয়, এইসব শিশুদের স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি দিলে তাদের সমস্যা গুলো কিছুটা কাটিয়ে উঠতে পারে। কমিউনিকেশন ডিসঅর্ডার যুক্ত বাচ্চাদের ক্ষেত্রে (অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, এ ডি এইচ ডি, হিয়ারিং ইমপায়ার্ড, ডিস্লেক্সিয়া, ভয়েস ডিসর্ডার, সিলেক্টিভ মিউটিজম, ঠোঁট কাটা তালু কাটা ইত্যাদি) নিয়মিত সাপ্তাহিক লেসন এবং হোম টিউটোরিং এর মাধ্যমে এই সমস্যাগুলো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। কিডি রকসর ভর্তিকৃত শিশুরা ক্লাসটাইমের মধ্যে নিয়মিতভাবে মাসিক ২টি স্পিচ থেরাপি পেয়ে থাকে এবং থেরাপিস্ট এর নির্দেশ মতো ক্লাসে শিক্ষকরা কিছু কাজ করিয়ে থাকেন। এই সেশনগুলোতে অভিভাবকরা উপস্থিত থেকে থেরাপিস্ট এর কাছ থেকে হোম সাজেশন নিতে পারেন। মাসিক ২টি নির্ধারিত সেশনের বাইরে , যে কোনো অভিভাবক অতিরিক্ত প্রাইভেট সেশন নিতে পারেন। কিডি রকসে একাধিক সার্টিফাইড স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টরা প্রাইভেট প্রাকটিস করে থাকেন এবং যে কোনো অভিভাবক নিজ সুবিধাজনক সময়ে ( অনলাইন বুকিং এর মাধ্যমে ) পছন্দের থেরাপিস্ট সিলেক্ট করে নিতে পারেন ।
সেন্সরি ইনটিগ্রেশন থেরাপি
বিশেষ শিশুদের সেন্সগুলো ( স্বাদ, গন্ধ, স্পর্শ, শোনা, ব্যালেন্সিং এবং দেখা ) সচরাচর খুবই সংবেদনশীল হয়। খুব অল্পতেই এই সেন্সগুলো আপসেট হয়ে যাওয়াতে ওদের এই সেন্সগুলো প্রসেস করতে সমস্যা হয় এবং তখন রিঅ্যাকশন দেখাতে শুরু করে, অস্থির হয়ে যায়, মনের ভাব প্রকাশ না করতে পারায় কান্নাকাটি করে, ভাইয়োলেন্ট হয়ে নিজেকে অথবা অন্যকে আঘাত করে। অভিভাবকরা এবং স্পেশাল শিক্ষকরা অনেকেই ধরতে পারেননা যে, কেন হঠাৎ ওই বিশেষ শিশুর সমস্যা হচ্ছে এবং ঠিক কোন সেন্সটি প্রসেস করতে সমস্যা হচ্ছে , এবং কিভাবে ওই শিশুটিকে সাহায্য করা যায়। অকুপেশনাল থেরাপিস্ট ও সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিস্টরা তাদের থেরাপি সেশনগুলোর বড় ১টি অংশ জুড়ে এই সেন্সগুলির সমন্বয় ঘটানোর চেষ্টা করে থাকেন।
ফিজিওথেরাপি
বিশেষ শিশুদের অনেকের ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।যেকোনো সুস্থ বাচ্চা সরাসরি হাঁটতে শিখে না। বসা- হামাগুড়ি-দাড়ানো-তারপর-হাঁটাহাঁটি।কিন্তু বিশেষ শিশুদের অনেকের ক্ষেত্রে এই ধাপগুলো দেরিতে হয়ে থাকে যা ফিজিওথেরাপির বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে থেরাপিস্টরা শিখায়ে থাকেন ।জন্মগতভাবে যেসব শিশু প্যারালাইসিস বা সেরিব্রাল পালসি ও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত, তাদের ফিজিওথেরাপি দিতে হয়। এ ছাড়া শিশুদের ঘাড়, হাত, পা বেঁকে যাওয়া ঠিক করতেও এই চিকিৎসার বিকল্প নেই। কিডি রকসে নিয়মিতভাবে সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্টরা প্রাইভেট প্রাকটিস করে থাকেন।