অকুপেশনাল থেরাপি সার্ভিসেস
অকুপেশনাল থেরাপি সার্ভিসের নিয়মাবলী
কিডি রকসের অকুপেশনাল থেরাপি
যে সমস্ত শিশু এএসডি, এডিএইচডি, এডিডি, আই ডি (বুদ্ধি প্রতিবন্ধিতা), ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি ইত্যাদি সমস্যায় আক্রান্ত থাকে তাদের শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে এবং শিশুরা দৈনন্দিন কাজগুলো নিজে করতে পারেনা । অকুপেশনাল থেরাপি এই সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে দূর করে বা কমিয়ে এনে শিশুকে তার দৈনন্দিন কাজে যথাসম্ভব স্বনির্ভর ও সক্ষম করে তোলে।
কিডি রকসর ভর্তিকৃত শিশুরা ক্লাসটাইমের মধ্যে নিয়মিতভাবে মাসিক ২টি অকুপেশনাল থেরাপি পেয়ে থাকে এবং থেরাপিস্ট এর নির্দেশ মতো ক্লাসে শিক্ষকরা কিছু কাজ করিয়ে থাকেন। এই সেশনগুলোতে অভিভাবকরা উপস্থিত থেকে স্কুল থেরাপিস্ট এর কাছ থেকে হোম সাজেশন নিতে পারেন।
মাসিক ২টি স্কুল -নির্ধারিত সেশনের বাইরে, যে কোনো অভিভাবক অতিরিক্ত প্রাইভেট সেশন নিতে পারেন। কিডি রকসে নিয়মিতভাবে একাধিক সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্টরা প্রাইভেট প্রাকটিস করে থাকেন এবং যে কোনো অভিভাবক নিজ সুবিধাজনক সময়ে ( অনলাইন বুকিং এর মাধ্যমে ) পছন্দের থেরাপিস্ট সিলেক্ট করে নিতে পারেন ।