একাডেমিক টিচিং পদ্ধতি

কিডি রকস এ দুইটি পদ্ধতিতে ক্লাস পরিচালনা হয়ে থাকে

পদ্ধতি

আমাদের রেগুলার সেট আপ এ ২:১ পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা হয় অর্থাৎ প্রতি ২টি শিশুর জন্য ১ জন গ্রাজুয়েট শিক্ষক থাকেন । আমাদের প্রতি সেক্শনে ৮ জন শিশু ভর্তি নেয়া হয় এবং এই ক্লাস পরিচালনার জন্য ২ জন স্পেশাল এডুকেশন এ ডিগ্রী প্রাপ্ত শিক্ষক এবং বাকি ২ জন গ্রাজুয়েট শিক্ষক থাকেন। প্রতি ক্লাস এ শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ১ জন মহিলা ক্লাস অ্যাসিস্ট্যান্ট থাকেন ।

01_500x300
02_500x300

ক্লাসরুম ভিত্তিক

আমাদের ১:১ সেট আপে প্রতি একজন শিশুর জন্য একজন গ্রাজুয়েট টিচার থাকেন । একই সাথে ক্লাসের ৩ জন শিশুর জন্য একজন স্পেশাল এডুকেশনে সার্টিফাইড অর্থাৎ বিএসএড করা টিচার থাকেন যিনি শিশুর IEP তৈরী করেন এবং সব কাজ মনিটর করেন। অর্থাৎ প্রতিটি শিশুর জন্য এখানে একজন গ্রাজুয়েট টিচারের সাথে সাথে সিনিয়র বিএসএড টিচার থাকেন ।

অনলাইন স্কুলিং

আমাদের ১:১ সেট আপে প্রতি একজন শিশুর জন্য একজন গ্রাজুয়েট টিচার থাকেন । একই সাথে ক্লাসের ৩ জন শিশুর জন্য একজন স্পেশাল এডুকেশনে সার্টিফাইড অর্থাৎ বিএসএড করা টিচার থাকেন যিনি শিশুর IEP তৈরী করেন এবং সব কাজ মনিটর করেন। অর্থাৎ প্রতিটি শিশুর জন্য এখানে একজন গ্রাজুয়েট টিচারের সাথে সাথে সিনিয়র বিএসএড টিচার থাকেন ।